logo
Thursday , 24 June 2021
  1. সকল নিউজ

বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোকে দেড় কোটির বেশি টিকা দেবেন বাইডেন

প্রতিবেদক
admin
June 24, 2021 9:16 am

বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোকে এক কোটি ৬০ লাখ ডোজ টিকা সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে বিশ্বের ৩০টির বেশি দেশে সাড়ে পাঁচ কোটি ডোজ টিকা সহায়তার করবেন। চলতি মাসেই টিকা বিতরণের আন্তর্জাতিক জোট কোভ্যাক্সের আওতায় এসব টিকা বিতরণ করা হবে। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানা গেছে। এশিয়ার জন্য এক কোটি ৬০ লাখ ভ্যাকসিন বরাদ্দ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

গত জুনের শুরুতেই যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসন থেকে প্রথম দুই কোটি ৫০ লাখ ভ্যাকসিন দেয়া হবে। এসব ভ্যাকসিনের ব্যাপারে আপডেট তথ্য জানা যায়নি। তবে উৎপাদন সংক্রান্ত সমস্যার কারণে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন দেশগুলোতে আপাতত পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র।

চলতি তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, লাওস, পাপুয়া নিউগিনি, তাইওয়ান, কম্বোডিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ রয়েছে।

অন্যদিকে আঞ্চলিক অগ্রাধিকারভিত্তিতে বিতরণ করা হবে ১ কোটি ৪০ লাখ ভ্যাকসিন। সেই তালিকাতেও রয়েছে বাংলাদেশ।

সর্বশেষ - সকল নিউজ