logo
Thursday , 29 October 2020
  1. সকল নিউজ

করোনায় একদিনে পাঁচ লাখের বেশি শনাক্ত

প্রতিবেদক
admin
October 29, 2020 11:36 am

আবারো একদিনে বিশ্বজুড়ে পাঁচ লাখের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। একইদিনে ৭ হাজার মানুষের প্রাণ গেছে এই ভাইরাসে। বুধবারের সংখ্যা নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু ১১ লাখ ৭৮ হাজার ছাড়ালো। মোট আক্রান্ত ৪ কোটি ৪৭ লাখের বেশি। বিস্তার ঠেকাতে ইউরোপের নানা দেশে লকডাউন জারি হলেও যুক্তরাষ্ট্রে নেয়া হচ্ছেনা তেমন কোন কড়া পদক্ষেপ।

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আবারো হাজারের উপরে প্রাণহানি হয়েছে। মারা গেছে ১,০৩১ জন। দেশটিতে নতুন শনাক্ত হয়েছেন ৮০ হাজার রোগী।

ভারতেও গত দিনের তুলনায় আক্রান্ত বেড়েছে একদিনে ৫০ হাজার রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। মারা গেছে ৫০৯ জন। এদিকে ফ্রান্সে বুধবার ৩৬ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রনে দেশজুড়ে দ্বিতীয় বারের মত লকডাউন জারি করেছেন প্রেসিডেন্ট ইম্যালুয়েল ম্যাখো। তবে লকডাউনে খোলা থাকছে স্কুল। জার্মানিতে মিলেছে ১৬ হাজার রোগী।

বিস্তার কমাতে সোমবার থেকে ৪ সপ্তাহের জন্য আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার। এদিকে সরকারের বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বার্লিনবাসী।

সুইজারল্যান্ডে বিস্তার কমাতে বুধবার থেকে রেস্তোরাঁ, বার বন্ধের পাশাপাশি মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে।

ইতালিতে একদিনে ২৫ হাজার রোগী মিলেছে। কিন্তু টানা তৃতীয় দিনের মত করোনায় আরোপিত বিধি নিষেধের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ চলছে। তবে সরকারের বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বার্লিনবাসী।

সর্বশেষ - সকল নিউজ